
সাবেক বান্ধবী ক্যারোলিনা দান্তাস অনেক আগেই পিতৃত্বের স্বাদ দিয়েছেন নেইমারকে। দুনিয়ায় এনেছেন ছেলে ডেভি লুকাকে। কিন্তু ছেলে পেলেও বান্ধবী দান্তাসকে পাকাপাকিভাবে ঘরে তুলতে পারেননি পিএসজি তারকা। তার আগেই তাদের সম্পর্ক চুকেবুকে গেছে। সেই থেকেই একাকীত্বের প্রহরই গুণছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা। সমস্যা নেই, আগামী বছরই দূর হয়ে যেতে পারে এই একাকীত্ব। ঘরে আসতে বউ। নেইমার নিজেই […]

