শুধু মাত্র টেষ্ট খেলানো তাইজুলকে এবার সুযোগ দেওয়া হচ্ছে সিমিত ওভারের খেলাই।১৯ টেষ্ট খেলা তাইজুল কে এবার সুযোগ দেওয়া হয়েছে বাংলাদেশ এ দলের টি২০ স্কোয়াডে।

এখন পর্যন্ত চারটি ওয়ানডে ম্যাচ খেলা তাইজুল বিপিএলে খেললেও আন্তর্জাতিক টি-টুয়েন্টির স্বাদ পান নি এখনো।কিন্তু হঠাৎই টি২০ এর জন্য এ দলে বিবেচনাই রাখা হয়েছে এই বা হাতি স্পিনারকে।  আচমকা দলে সুযোগ পাওয়ায় বেশ খুশি হয়েছেন তাইজুল।