
কিছু দিন আগে দক্ষিন আফ্রিকা সফরে যায় বাংলাদেশ ক্রিকেট টিম। সেখানে ২ ম্যাচ টেষ্ট সিরিজের প্রস্তুতি ম্যাচে ইঞ্জুরিতে পরে তামিম ইকবাল। তাই প্রথম ম্যাচে খেলতে পারেনি তামিম। দ্বিতীয় ম্যাচ খেলতে পরলেও পারেনি ওয়ানডে ও টি২০ সিরিজ শেষ করতে।
তার আগেই দেশে ফিরে আসতে হয় তামিমকে। তাই ৪ নভেম্বার থেকে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) শুরু হলেও খেলতে পারেনি এখন।
তবে সবকিছু ঠিক থাকলে আগামীকাল প্রথমবারের মত বিপিএল এর ৫ আসরে মাঠে নামছেন বাংলাদেশ দলের দেশ সেরা ওপেনার ব্যাটসম্যান “তামিম ইকবাল খান”।।।
তার এবারের বিপিএল যাত্রা টা শুরু হচ্ছে তার জন্মস্থান চট্রগ্রামের দল “চিটাগাং বাই কিংস” এর বিপক্ষে ম্যাচ দিয়ে।
চট্টগ্রামের মানুষদের জন্য এটা মোটেও সুখকর হবে না।।।।কারণ একদিকে নিজ জেলা অন্যদিকে সেই জেলার সন্তান।
