
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার আরেকটি উদাহরণ তৈরি করলেন তামিম ইকবাল। ঢাকা ডায়নামাইটসের ব্যাটসম্যান কেভন কুপার রান আউট হলেও তাকে খেলা চালিয়ে যাওয়ার ‘অনুমতি’ দিয়ে নিজের উদারতা দেখালেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল।
ব্রাভোর সাথে ধাক্কা খেয়ে মুলত রান আউট হতে হয় কুপার কে। কিন্তু তামিম ভাই তাকে ফিরিয়ে এনে আবার ব্যাটিং এর সুযোগ দেন। দেখে মনে হয়েছে কুপার ফিররে বলে রাজি ছিলেন না। পরবর্তিতে আবারও ব্যাটিংয়ে দাড়ায় কুপার।
