আজ বাংলাদেশ প্রিমিয়ার লীগের  দ্বিতীয় কোয়ালিফায়ে রংপুরের মুখমুখি হয় তামিমের কুমিল্লা। আর এমন সময় মাথার উপর যেন  আকাশ ভেঙ্গে পড়লো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উপর। বিপিএল থেকেই নিষিদ্ধ করা হতে পারে এই দলটিকে। তাদের অভিযোগ, বিপিএলে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে তামিম ইকবালের খোলামেলা সমালোচনার কারনে বিপিএলের সুনাম ক্ষুন্ন হয়েছে। আর তার বক্তব্যকে সমর্থন করে কোচ সালাউদ্দিনের করা মন্তব্যের জন্য ফ্রাঞ্চাইজিকে চিঠি দিয়েছে বিসিবি।

চিঠিতে বলা হয়েছে কুমিল্লা প্লেয়িং কন্ডিশন নিয়ে আচরনের ব্যাখ্যা চেয়েছে বিসিবি। আর ব্যখ্যা দিতে হবে আজকের মধ্যেই। চিঠির জবাবে সন্তোষজনক উত্তর যদি দিতে না পারে তাহলে বিপিএল থেকে কুমিল্লার সদস্যপদ বাতিল হতে পারে।

এই বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল জানান, এসব বিষয়ে আমরা আগেও শক্ত ছিলাম। ভবিষ্যতেও থাক। সেটা যে ফ্রাঞ্চাইজিই হোকনা কেন আমরা কঠোর ব্যাবস্থা নিবো। তারা যদি নিয়ম ভঙ্গ করে তাহলে চুক্তি বাতিল নিয়েও ভাবতে হবে।

বিপিএলে একবার শিরোপা জিতেছিল কুমিল্লা। পরের বছর গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও এবার রংপুরের সাথে সেমি ফাইলানে বাদ পরে কুমিল্লা।