
বিপিএলে ঢাকার বিপক্ষে উইকেট নিয়ে সাংবাদিকদদের সামনে সরাসরি সমালোচনা করে বোর্ডের চোখে পড়েছিলেন তামিম ইকবাল। আজ ছিল তার শুনানি। সকাল ১১ টায় সময় শুনানিতে উপস্থিত হন বাংলাদেশের অপেনার তামিম ইকবাল। এক ঘন্টারও বেশিক্ষন ধরে চলে তাদের আলোচনা। এরপর অবশ্য হাসি মুখেই বিদায় নিয়েছেন তামিম।
বিদায় হাশি মুখে নেওয়াই যায়, কিন্তু তাদের মধ্যে কি আলোচনা হল? কি সিদ্ধান্ত নিল তারা?
এ নিয়ে তামিম বলেন, শুনানীতে নিজের দোষ স্বীকার করে নিয়েছি। উইকেট নিয়ে এভাবে কথা না বললেও চলত। এদিকে তামিমের ব্যাখাও স্বাভাবিক ভাবেই নিয়েছে কমিটি। আগামী ২৭ তারিখে জাতীয় দলের ক্যম্পেও শুরু থেকেই যোগ দিতে পারবেন বলেই আশা প্রকাশ করেন তামিম।
