ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণ টি-টেন লিগ পর্দা উঠছে বৃহস্পতিবার। ছয়টি দল নিয়ে চারদিন এ আয়োজন শেষ হবে। ক্রিকেটের নতুন এ সংস্করণে ক্রিকেট মাঠ কাপাতে এখন দুবাইতে আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

চার দিনের এই লিগে কেউ সেঞ্চুরি করতে পারলেই তার জন্য থাকছে দুবাইয়ে একটি বিলাসবহুল স্টুডিও অ্যাপার্টমেন্ট। যা আরব আমিরাতের মুদ্রায় আনুমানিক ৫০০০০০ দিরহাম। আর বাংলাদেশি টাকায় ১ কোটি ১২ লাক্ষ ৮৭ হাজার টাকা।

তবে সেঞ্চুরি করলেই এমন পুরস্কার থাকছে তা কিন্তু নয়। হাফ-সেঞ্চুরিতেও থাকছে আকর্ষনীয় পুরস্কার। একটি ক্রিকেটার টি-টেন লিগে হাফ সেঞ্চুরি করলেই পাবেন হুবোন্ট ব্যান্ডের রোলেক্স ঘড়ি। যার মূল্য ৪.৬ মিলিয়ন। বাংলাদেশি টাকায় যার মূল্য ৪৬ লাক্ষ টাকা।

আজ ৬ষ্ঠ ম্যাচে তামিমের পাখতুনস মাঠে নামে টিম শ্রীলঙ্কার বিপক্ষে। এই ম্যাচে টসে জিতে ব্যাটিং নেন পাখতুনস অধিনায়ক আফ্রিদি। এই ম্যাচে ২৭ বল মোকাবেলা করে ৫৬ রান সংগ্রহ করে তামিম। আর এই হাফসেঞ্চুরি করেই জিতে নিলেন রোলেক্স ঘড়ি।

প্রথমে ব্যাট করতে নেমে তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে পাখতুন।