চুলের চিকিৎসা করানোর জন্য মুম্বাইয়ে গিয়েছিলী তামিম ইকবাল। সেখানে গিয়ে বিপাকেই পড়েছেন তিনি। চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়ায় জন্য সারা শরীরে পানি জমে গেছে।বেড়ে গেছে তার ওজন।    তবে অনুশীলন করে আবার আগের রুপে ফেরার ব্যাপারে আশাবাদী তামিম।

তাছাড়া খেলার মধ্যে থাকলে বেশি সমস্যাও হবেনা। তামিম বলেন, দেবাশীষ দা বলেছেন ১ তারিখের মধ্যেই সমস্যা কেটে যাবে।  আরো দু-তিন দেরী হলেও সমস্যা নেই।  অনুশীলনে নিজেকে ফিট করে নিতে পারব।

এর বিসিবির চিকিৎসকল দেবাশীষ চৌধুরীর পরামর্শেই মুম্বাইয়েচিকিৎসার জন্য গিয়েছিলেন তামিম ইকবাল।  তবে তামিম বলেন, এত সময় লাগবে জানলে এখন এটা করাতাম না।