বাংলাদেশ প্রিমিয়ার লীগে কুমিল্লা ববনাম রংপুর ম্যাচে মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা করেছিলেন বাংলাদেশের অপেনার তামিম ইকবাল। আর তার জন্য শাস্তি পেতে হল তাকে। বছরের প্রথম দিনে তাকে তার সাজা শোনানো হয়। এই মন্তব্য করার জন্য ৫ লক্ষ টাকা জরিমানা ও টেস্টে সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে ফেলা হয়।

অন্যদিকে অস্ট্রেলিয়ার মেলবোর্ন টেস্ট শেষ হতে না হতেই প্রতিপক্ষ দলের অধিনায়ক জো রুটের সঙ্গে তাল মিলিয়ে ক্যাপ্টেন স্মিথ কঠোর সমালোচনা করেন ঘরের মাঠ মেলবোর্নের উইকেট নিয়ে। তবে তাকে জরিমানা বা পদ থেকে সরিয়ে ফেলা হয় নি। বরং তার ওই ক্ষুব্ধ মতামতের পর এমজিসির উইকেটকে ‘নিম্নমানের’ হিসেবে ঘোষণা করে আইসিসি।

এই ঘোষণার পর আবারও পিচ নিয়ে মুখ খুললেন অজি অধিনায়ক। আইসিসির রায় নিয়ে স্মিথ এবার বলেছেন, ‘আইসিসির এই রায়ের মানে হল মাঠের অবস্থা করুণ। আমি জানি না, আগামী বছর আইসিসি নতুন কী রায় দেবে। তবে আশা করছি, এমসিজি কর্তারা নিশ্চয়ই আরও ডিমেরিট পয়েন্ট পেতে চাইবে না। ‘

স্মিথ আরও বলেছেন, ‘বক্সিং ডে টেস্টের উইকেট নিয়ে আমরা সত্যিই খুব হতাশ। এই উইকেটে পেস নেই, বাউন্স নেই, বোলারদের জন্য মৃত উইকেট। টেস্টের উইকেট যদি ব্যাটসম্যান আর বোলারদের জন্য ব্যালেন্সড না হয়, তাহলে খুবই সমস্যা। ‘

এর আগে বক্সিং ডে টেস্ট শেষে স্টিভেন স্মিথ বলেছিলেন, ‘এটি বক্সিংডে টেস্ট খেলার জন্য নয়। এমন পিচে কোনো ফলাফল আশা করা বা ফলাফলের জন্য লড়াই করা বোকামি।