
শান্ত স্বভাবের মানুষদের ভিতর একজন মুমিনুল হক। টেস্টে এর আগেও চারটি সেঞ্চুরি করেছেন। কোনবারই এমন ভাবে বাঁধভাঙ্গা উল্লাস করেননি। পঞ্চম সেঞ্চুরিটা করেই লাফ দিয়ে শূন্যে হাত ছুঁড়েছেন, শরীরী ভাষায় দেখিয়েছেন কিছু করে দেখানোর ঝাঁজ। তবে খোলাসা করে না বললেও মুমিনুলের এমন উদযাপনের কারণ ধরতে পেরেছেন তামিম ইকবাল। চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম সেশনেই ব্যাট করতে নামেন মুমিনুল। দিন শেষে অপরাজিত থাকেন তিনি। মাত্র ৯৬ বলে নিজের দ্রুততম সেঞ্চুরি করার পর ১৭৫ রানে অপরাজিত থেকে আভাস দিচ্ছেন ডাবল সেঞ্চুরির।
গত বছর (২০১৭) শ্রীলঙ্কা সফরে দেশের শততম টেস্টে দলে রাখা হয়নি মুমিনুলকে। অস্ট্রেলিয়া সিরিজের দলেও শুরুতে তাকে রাখেননি তখনকার কোচ চন্ডিকা হাথুরুসিংহে । মোসাদ্দেক হোসেনের চোট ও আর সিনিয়র ক্রিকেটারদের চাওয়ায় দলে ফেরেন তিনি। মুমিনুলকে বাদ দেওয়া হাথুরুসিংহে এখন বিপক্ষ দলের (শ্রীলঙ্কার) কোচ। তার দলের বিপক্ষে দারুণ সেঞ্চুরি করার পর মুমিনুলের উদযাপনে ছিল বিশেষত্ব। পুরোটা খোলাসা না করলেও তার কারণটা বুঝতে পেরেছেন তামিম, ‘মুমিনুলের কিছু প্রমাণের ছিলো এবং সেটা সে করেছি। আমার কাছেও দেখে ভালো লাগছে। আমি জানি কেনো সে এটা করেছে।’
