
সাকিব আল হাসান ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ ও এখন টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না। এখানেই শেষ না ইনজুরিতে পড়েছেন তামিম ইকবালও। কাল খেলার সম্ভবনাও কম তাই ওপেনিং ব্যাটসম্যান তামিমের পরিবর্তে নতুন করে দলে যুক্ত হয়েছেন মোহাম্মদ মিথুন।
গতকাল অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন ওপেনার তামিম ইকবাল। তার সেরে উঠতে কিছুটা সময় লাগবে। এই জন্য আগামীকাল লঙ্কানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামতে পারবেন না তামিম ইকবাল। কাল সৌম্য সরকারের সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে মিথুনকে।
