
এখন জাতীয় দলের খেলা নেই তাই হয়তো দুঃসংবাদটা খুব বড় নয়। কিন্তু দুঃসংবাদ তো দুঃসংবাদই। হাঁটুর সমস্যার জন্য আগামী পাঁচ থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তামিম ইকবালকে। করতে পারবেন না অনুশীলনও।
বিসিবি সূত্র জানিয়েছে, ব্যাংককে তামিমের বাঁ হাঁটুর এমআরআই রিপোর্ট খুব একটা ভালো আসেনি। সে জন্যই চিকিৎসকেরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তামিমও আজ মুঠোফোনে ব্যাংকক থেকে বলেছেন, ‘আমাকে হয়তো লম্বা সময়ের জন্য বিশ্রামে চলে যেতে হবে। এ সময় পুনর্বাসন-প্রক্রিয়া ছাড়া আর কিছু করতে পারব না।
তবে আগামীকাল বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পর এ ব্যাপারে আরও নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। পরশু দেশে ফেরার কথা তামিমের।
