
তামিম ইকবাল বিশ্ব একাদশের খেলবেন বলে নিশ্চয়তা দিয়েছেন।
তামিমের সাথে এবার সাকিবও খেলবেন এবং তাদের দলে আফগানি বোলার রাশিদ খানও নিশ্চিত করেছেন তার অংমগ্রহনের বিষয়টি।
উল্লেখ্যঃ তামিম এর পূর্বেও বিশ্ব একাদশের হয়ে খেলছেন কয়েকবার।
খেলা আগামী ৩১ মে লর্ডসে অনুষ্ঠিত হবে।
শুভ কামনা তামিম ইকবাল ও সাকিব আল হাসানের জন্য
