বিগ ব্যাশে খেলতে গিয়ে অস্ট্রেলিয়ার এক কোম্পানি তাকে উপহার দিয়েছিল দুটি বিশেষ ব্যাট। কিন্তু চুরি হয়ে যায় বিশেষ ব্যাট দুটি! দক্ষিণ আফ্রিকা সফরের দুদিন আগে এমন অপ্রীতিকর অবস্থায় পড়বেন, তা ভাবতেও পারেননি।

এই অবস্থায় রুমানা দ্বারস্থ হলেন তামিম ইকবালের কাছে। সঙ্গে থাকা একটি ব্যাট দিয়ে দেন নারী দলের অধিনায়ককে। তামিমের থেকে ব্যাট পেয়ে আপ্লুত রুমানাও। অাশাকরি তামিমের গিফট করা ব্যাট দিয়ে তামিমের মতোই খেলবে রুমানা।