
আগামীকাল (১৪ জুন) থেকে শুরু হচ্ছে রাশিয়া বিশ্বকাপ। এই বিশ্বকাপে সকল ভক্ত তাদের পচ্ছন্দের দলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এর ব্যাক্তিক্রম নয় ক্রিকেট তারোকা তামিম ইকবাল। মাশরাফি সাকিব যেমন আর্জেন্টিনা ফ্যান তেমনি তামিম রুবেলও ব্রাজিলের ফ্যান।
আর তাই আজ সন্ধার পর তার ফেসবুক পেইজে ছেলেকে কোলে নিয়ে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি আপলোড করে তামিম ইকবাল। এই ছবি আপলোড করার পর নানা ধরণের কমেন্টে বিপাকে পরেন তামিম। তার ভিতর কিছু কমেন তুলে ধরা হলো।
Md Akhil নামে এক ব্যাক্তি লিখেন, কি মার্কা একটা জার্সি গায়ে দিয়ে দিলেনতো বাচ্চাটার মন খারাপ করে ?? কেমন বাবা আপনি?? ভাইপোর এই ল ছুম্না।
আরমান হাবীব আরু নামে এক ব্যাক্তি লিখেন, তামিম ১ আঙ্গুল দেখিয়ে আহরাম কে বুঝাচ্ছে সেদিন ব্রাজিল ৭ গোল খাওয়ার পরেও “১” টা গোল দিতে পারছিলো।
Md Sohel Rana নামে এক ব্যাক্তি লিখেন, তামিম ভাই ছেলে কিন্তু খুশি না।ও আর্জেন্টিনার সাপোর্টার।
Ridwon Rakib নামে এক ব্যাক্তি লিখেন, এটা কি করেছেন ভাইয়্যা।আমি খুবই হতাশ।এটা কিন্তু আপনার কাছ থেকে আশা করি নি আপনার ছেলেও কিন্তু খুশি না।
ডি.আই তানিম এক ব্যাক্তি লিখেন, বস তোমার সাথে আমার পচ্ছন্দের দল মিললো না কষ্ট পোলাম..!
