ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। মাঠে নেমে ১.৩ বলে ব্যাক্তিগত কোন রান যোগ না করে আউট হয় আনামুল।

এর পর সাকিবকে সঙ্গী করে ২০৭ রানের দুর্ধান্ত এক জুটি করে তামিম। জুটি ভেঙ্গে আউট হওয়ার আগে সাকিবের ব্যাট থেকে আসে ১২১ বলে ৯৭ রানের ইনিংস।

সাকিব আউট হওয়ার পর সাব্বির কে সাথে নিয়ে ১৩ রান যোগ করে তামিম। তখন ব্যাক্তিগত ৩ রান করে আউট হয় সাব্বির।

এর পর তামিম মুশফিকের জুটি থাকে আসে ৫৪ রান। তখন জুটি ভেঙ্গে ব্যাক্তিগত ৩০ রান করে আউট হয় মুশফিক। তার ইনিংসে ছিলো ৩টি চার ও ৫টি ছয়।

মুশফিক ফিরে গেলে মাহমুদুল্লাহকে সাথে নিয়ে ৪ রান যোগ করে সব কয়টি ওভার শেষ করে তামিম। ৫০ ওভার শেষে ১৬০ বলে ১৩০ রানের অপরাজিত ইনিংস খেলে তামিম। ১ বল খেলে ৪ রান করে মাহমুদুল্লাহ।

তামিমের সেঞ্চুরির উপর ভর করে ৪ উইকেট হারিয়ে ২৭৯ রান করে বাংলাদেশ। এখন ওয়েস্ট-ইন্ডিজের জয়ের জন্য ২৮০ রান প্রয়জন।