
ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যাবধানে জয়লাভ করে বাংলাদেশ। এই সিরিজ জয়ের পিছলে তামিমের ভূমিকা রয়েছে অনেক। ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে তামিমের ব্যাট থেকে আসেছে ২ সেঞ্চুরি ও ১ হাফসেঞ্চুরি।
এই দুর্ধান্ত পার্ফমেন্সের জন্য ম্যাচ সেরা ও সিরিজ সেরার পুরুস্কার জিতেন।
প্রথম ওয়ানডেতে ১৬০ বলে অপরাজিত ১৩০ রানের ইনিংস খেলেন তামিম। সেই ম্যাচে ৪৮ রানে জয়লাভ করে বাংলাদেশ। দ্বিতিয় ম্যাচেও ৮৬ বলে ৫৪ রানের ইনিংস খেলে এই ওপেনার।
ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে তৃতিয় ও শেষ ওয়ানডেতে ১২৪ বলে ১০৩ রানের অসাধারণ ইনিংস খেলে খান সাহেব। সেই সাথে মাশরাফির ঝড় ইনিংস ও মাহমুদুল্লাহর দুর্ধান্ত ফিনিসিংয়ে ওয়েস্ট-ইন্ডিজকে ৩০১ রানের টার্গেট দেয় বাংলাদেশ।
ম্যাচ শেষে তামিম বললেন, “আমাদের টেস্ট সিরিজটা ভালো যায়নি। তাই আমরা প্রচুর অনুশীলন করেছি। এ ফরম্যাটে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি চেয়েছিলাম লম্বা ইনিংস খেলতে। দল থেকে আমাকে লম্বা ইনিংস খেলতে বলা হয়েছিল। আমি এটি সফলভাবেই করেছি।”
উইন্ডিজের উইকেট ছিল বোলারদের জন্য সহায়ক। এ নিয়ে তামিম বলেন, “উইন্ডিজের উইকেট কখনোই সহজ নয়। এখানে আপনাকে ধৈর্য্যশীল হতে হবে। একারণেই আমি এখানে রান পেয়েছি।”
