তামিম ইকবার ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত ৪৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তার সবগুলো ম্যাচে ব্যাটিং করে ৫টি ম্যাচে থেকেছেন অপরাজিত। এই তিন বছরে প্রায় ৫৬ গড়ে মোট রান করেছেন ২৩৩৪ তামিম।

তবে অবাক করার বিষয় হলো যেখানে তিনি প্রথম ৮ বছরে ১৩৫ ম্যাচ খেলে করেছিলেন মাত্র ৪টি শতক। সেখানে গত তিন বছরে মাত্র ৪৭ ম্যাচেই করেছেন ৭টি শতক। মানে তিনি প্রতি ৭ম্যাচের আগেই একটি করে শতক হাঁকিয়ে চলেছেন। সেই সাথে এই ৪৭ ম্যাচে আবার ১৫টি অর্ধশতকও করেছেন। সুতরাং ৫০+ ইনিংসের হিসাব করতে গেলে তিনি প্রতি ১ম্যাচ পর পরই ৫০+রানের ইনিংস খেলে চলেছেন গত ৪৭ম্যাচ ধরে।

এতটা সময় ধরে এতটা ধারাবাহিক ভাবে তিনি পারফর্ম করে চলেছেন যা অবিশ্বাস্য। উনার এই ব্যাটিং থেকেই মূলত পাল্টে গেছে আমাদের একদিনের ক্রিকেট।