
ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচে ৯৫.৬৬ গড়ে সংগ্রহ করেছেন ২৮৭ রান। ভেঙেছেন ড্যারেন লেহম্যানের রেকর্ড৷ আর তাতেই চলে এসেছেন ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট ও র্যাংকিং।
তিন ম্যাচে তামিমে ব্যাট থেকে আসে যথাক্রমে ১৩০*, ৫৪ ও ১০৩। এর ফলে র্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে ৭৩৭ রেটিং পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে অবস্থান করছে তামিম। এর আগে তার ক্যারিয়ার সেরা র্যাংকিং ছিল ১৫তম।
সেই সাথে র্যাংকিংয়ে উন্নতি করেছে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদেরও৷ সিরিজের তিন ম্যাচে ১৯০ রান করে ব্যাটিং র্যাংকিংয়ে ২৬ নম্বরে এসেছেন সাকিব। অন্যদিকে গতকাল অপরাজিত ৬৭ রান করে ও সিরিজে ১১০ রান করে মাহমুদউল্লাহ আছেন ৩০ নম্বরে।
তবে র্যাংকিংয়ে অবনতি হয়েছে মুশফিকের৷ প্রথম ওয়ানডেতে ঝড়ো ৩০ ও দ্বিতীয় ওয়ানডেতে ৬৮ রান করার পরেও র্যাংকিংয়ে এক ধাপ পিছিয়ে ২২ নম্বরে আছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
