
টি-২০ক্যারিয়ারে নতুন মাইলফলক এর সামনে ওপেনার তামিম ইকবাল খান। আর মাত্র ১০ রান করলেই টি-২০ ক্যারিয়ারে ১৫০০ রানের মাইলফলক স্পর্শ করবেন তামিম ইকবাল।
আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকে দুর্ধান্ত খেলে চলেছে তামিম। সকল ফরমেটে তার ধারাবাহিকতা বজায় রেখেছে।
তামিম ইকবাল তার ক্যারিয়ারে টি২০ খেলেছে ৬৯ ম্যাচ। তার সব গুলোতে ব্যাট করেছে। গড়ে ২৩.২৮ রান নিয়ে করেছে ১৪৯০ রান। তার ভিতরে সর্বোচ্চ রান ১০৩। শতক রয়েছে ১টি সেই সাথে হাফসেঞ্চুরির ইনিংস খেলেছে ৫টি।
এই টি২০ ফরমেটে তার ব্যাট থেকে চার এসেছে ১৬৫টি ও ছয় এসেছে ৩৫টি। টি২০ ক্রিকেটে তার বর্তামান স্ট্রাইকরেট ১১৫.২৪।
