বিশ্ব একাদশ বনাম পাকিস্তানে প্রথম ম্যাচ ২০ রানে হারে বিশ্ব একাদশ। প্রথম ম্যাচ হারলেও ঠিকই দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে বিশ্ব একাদশ। বুধবার (১৩ সেপেটম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইন্ডিপেনডেন্স কাপের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ৭ উইকেটে হারালো তামিম-আমলার বিশ্ব একাদশ।

ম্যাচটিতে পাকিস্তান টস জিতে প্রথমে ব্যাটিং করে বিশ্ব একাদশকে ১৭৫ রানের লক্ষ ছুরে দেয় । দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন বাবর আজম ৮৬ রান। এছাড়া শোয়েব মালিক ৩৯ ও আহমেদ শেহজাদ ৪৩ রান সংগ্রহ করেন।

পাকিস্তানের দেওয়া ১৭৫ রানে বড় টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতেই হারান তামিমকে। এত পর আমলা-পেরার তাণ্ডবে একবল হাতে থাকতে জয় তুলে নেয় বিশ্ব একাদশ। ম্যাচটিতে দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ওপেনার হাশিম আমলা। তার ব্যাট থেকে আসে ৫৫ বলে ৭২ রান। এছাড়া শেষ মুর্হুতে তাণ্ডব চালানো পেরার ব্যাট থেকে আসে ১৯ বলে ৪৭ রানের অবিশ্বাস্য ইনিংস। মূলত এক বল আগেই ছয় হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন পেরেরা।