আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলো বাংলাদেশী ওপেনার। এপিএলের প্রথম আসরে তামিমকে কিনে নেয় নানগারহার। এই আসরে নানগারহারের হয়ে মাঠ কাঁপাবেন টাইগার ওপেনার তামিম ইকবাল। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়।

এপিএলের দল নানগাহর প্লেয়ায় ড্রাফট থেকে তামিমকে ৭৫ হাজার ইউএস ডলার দিয়ে কিনে নেয় তারা। যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় ৬৩ লাখ টাকা। এছাড়া মুশফিককে ৩০ হাজার ডলারে কিনেছে তামিমের দলটি।

এই আসরে ৬ জন আয়কন প্লেয়ার রেখে বাকিদের কয়েকটি ক্যাটগরিতে ভাগ করে এই প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়। এই আসরের সবচেয়ে দামী ‘ডায়মন্ড’ ক্যাটাগরি থেকে তামিমকে কিনে নেয় নানগারহার। তামিম ছাড়াও এখন পর্যন্ত আইকন প্লেয়ার হিসেবে অলরাউন্ডার এ্যান্ড্রু রাসেল এবং ডায়মন্ড ক্যাটগরি থেকে স্পিনার মুজিব উর রহমানকে দলে ভিড়িয়েছে নানগারহার।

এই প্লেয়ার ড্রাফটে গোল্ড ক্যাটগারিতে রয়েছে মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহীম এবং সাব্বির রহমান। এছাড়াও সিলভার ক্যাটগরিতে রয়েছেন পেসার তাসকিন আহমেদ, শাহরিয়ার নাফিস, ইমরুল কায়েস এবং এনামুল হক বিজয়।

অক্টবর মাসের ৫ তারিখ আরব আমিরাতে পর্দা উঠবে আফগানিস্তান প্রিমিয়াম লিগ এবং পর্দা নামবে আগামী ২১ অক্টোবর।