
এশিয়া কাপে আরেকটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশের শেরা ওপেনার তামিম ইকবাল। প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক অর্জন করতে যাচ্ছে তামিম ইকবাল।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৩০৬ ম্যাচ খেলেছেন তামিম। এরমধ্যে ৩৫৬ ইনিংসে ব্যাট করছেন তামিম। ১২ বার অপরাজিত থেকে ১১৮৮২ রান সংগ্রহ করেছেন তিনি। এখন পর্যন্ত ২০ সেঞ্চুরি এবং ৭৩ টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি । এবং বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরমেটে সেঞ্চুরি আছে তামিমের। টেস্ট ক্রিকেটে একটি ডাবল সেঞ্চুরিও আছে তামিম ইকবালের।
তবে আন্তর্জাতিক ক্রিকেটের ১২ হাজার রান পূর্ণ করতে হলে তামিম ইকবাল এর প্রয়োজন আর মাত্র ৬১ রান। তার কারণ আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসি বিশ্ব একাদশের হয়ে আরও চারটি ম্যাচ খেলেছেন তামিম ইকবাল। আর তাই বাংলাদেশ এবং আইসিসি বিশ্ব একাদশ মিলে এখন পর্যন্ত ৩১০ টি ম্যাচ খেলেছেন তামিম ইকবাল। যার মধ্যে ৩৬০ ইনিংসে ১১৯৩৯ রান করেছেন তিনি।
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট ‘এশিয়া কাপ’। আর এই টুনামেন্টে তামিম ইকবাল ৬১ রান করতে পারলেই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তামিম।
