আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। আর এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। গত রবিবার জাতীয় দলের সকলে এশিয়া কাপ খেলার জন্য রওনা দিলেও পারেনি তামিম।

এই সমস্যাই ছিলেন রুবেল হোসেনও। তবে রুবেলের সমস্যা সমাধান হয়েছে। কাল দুপুরে ভিসা পেয়ে সন্ধ্যার ফ্লাইটে দেশ ত্যাগ করেছে রুবেল। তামিম তখনো অনিশ্চয়তায় ছিলো। তবে সন্ধায় ভিসা পায় তামিম। এবং রাত ১টার ফ্লাইটে দুবাই রওনা হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটিও হয়নি।

তামিমের যেই ভিসাটি এসেছে সেটি পুরনো পাসপোর্ট নম্বরে! কাল রাতের ফ্লাইটে যাওয়ার জন্য সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছিলেন এই ওপেনার। কিন্তু ভিসায় যখিন চোখ পড়ল তখনি ভুলটি ধরা পড়ে। তাঁর ভিসা হয়েছে পুরনো পাসপোর্ট নম্বরে। তাতে এমিরেটসের ফ্লাইটে ওঠায় কোনো সমস্যা হবে না জানানো হয়।

কিন্তু দুবাইয়ের ইমিগ্রেশনের নিশ্চয়তা দেবে কে! ওখান থেকে যে ফেরত পাঠানো হবে না কিংবা ১২-১৪ ঘণ্টা বসিয়ে রাখা হবে না—সে নিশ্চয়তাও তো নেই। তাই তামিম কাল রাতের ফ্লাইটে উঠে নি।

তাছাড়া পুরনো পাসপোর্ট নম্বরের ভিসায় দুবাই যাওয়া যাবে কি না, সে নিশ্চয়তা পেলেই কেবল উড়ালে উঠবেন তিনি। আর যদি নতুন করে ভিসা আনাতে হয়, তাহলে যে আরো কত দিন লাগে, কে জানে! বাংলাদেশ দলের জন্য এটা একটা বিরাট দুসংবাদ।