আর মাত্র দুই দিন বাকি। তার পর ১৫ তারিখ থেকে শুরু হবে এশিয়া কাপ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তাই সেই দেশের কন্ডিসশনের সাথে মানিয়ে নিয়ে অনেক আগেই আরব আমিরাত অবস্থান করেছে বাংলাদেশ ক্রিকেট দল।

কিন্তু এই দেশে বাংলাদেশের ক্রিকেট খেলার কোন অভিজ্ঞতা। কেননা ২৩ বছর পর আরব আমিরাতে ক্রিকেট খেলতে আসলো বাংলাদেশ। এই খানের পিচ তাদের সাথে কেমন আচরণ করবে সেই সম্পর্কের জানানেই। আর বাংলাদেশের স্কোয়াডে যারা আছে তাদের অনেকেই নতুন মুখ। অনেকেই দলে থিতু হতে পারেনি।

আর সব থেকে বড় সমস্যা হলো তামিমের ওপেনিং ব্যাটিং সঙ্গী নিয়ে। কে হবে তামিমের ব্যাটিং সঙ্গী। এটি এখন বড় প্রশ্ন? তাই স্কোয়াডে রাখা হয়েছে লিটন কুমার দাসকে। সেই সাথে আছে মোহাম্মদ মিথুন ও নাজমুল হাসান শান্ত। এখান থেকে কে থাকছে তামিমের সঙ্গী তা জানালেন তামিম নিজেই।

দুবাইতে গনোমাধ্যমকে তামিম বলেন, লিটন দাস সাম্প্রতিক সময়ে আমার সঙ্গে ওপেনিং করেছে বেশ কয়েকটি ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট এবং টি-টোয়েন্টিতে বেশ ভালো ব্যাটিং করছে। টিম ম্যানেজমেন্ট যদি চায় এতে অবাক হবার কিছু নেই।