দেশে থাকতেই ইঞ্জুরিতে পড়ে তামিম ইকবাল। দুবাইয়ে যাবার আগেও তামিম জানিয়েছেন তার আঙ্গুলে এখনও ব্যাথা আছে। তবে এখন জানা গেছে তামিমের আঙ্গুলের ব্যাথ্যা এখনও কমেনি। ফলে এশিয়া কাপের প্রথম ম্যাচে তামিম খেলবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চিয়তা।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু একটি গণমাধ্যমকে জানিয়েছেন, ম্যাচ শুরুর আগ মুহুর্তে তামিমের খেলা নিয়ে সংশয় থেকে গেছে। তামিম খেলবেন এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। যদি তামিম না খেলেন তাহলে ইনিংস উদ্বোধন করবেন কারা? তামিম খেললে তার সঙ্গী হয়ে মাঠে ইনিংস উদ্বোধন করার কথা লিটন দাসের। সেক্ষেত্রে একাদশ নিয়ে তেমন জটিলতা হওয়ার কথা নায়।

আজকের ম্যাচে তামিম না খেললে দল সাজাতে হিমশিম খাবে টিম ম্যানেজম্যান্টকে। তামিমের বিকল্প হিসেবে দলে থাকা আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত’রও খেলার সম্ভাবনা নেই। তিনিও আছেন ইঞ্জুরিতে। দুবাই যাওয়ার পর ঠিকমত অনুশীলনও করতে পারেননি।  তা হলে তামিমের পরিবর্তে কে নামবে ওপেনিংয়ে? শেষ মুহুর্তে দলে আসা মুমিনুল হক। যদি তামিম, শান্ত দু’জনের কেউ খেলতে না পারে তাহলে মুমিনুল হকের সুযোগ মিলতে পারে  উদ্বোধনী ম্যাচে।

মুমিনুল ছাড়াও দলে আছে মোহাম্মদ মিথুন। তামিম খেলতে না পারলে মিডল অর্ডার থেকে উঠিয়ে মুমিনুলকে ইনিংস উদ্বোধনে নামানো হতে পারে। আর তামিম খেললে একাদশ নিয়ে তেমন সমস্যায় পড়তে হবে না ম্যানেজম্যান্টকে। আর তিনি না খেললে তিন জনকে নিয়েই চিন্তা করতে হচ্ছে টিম ম্যানেজম্যান্টকে।

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আজ বিকেল ৫টায় মাঠে নামবে বাংলাদেশ। দুবাইয়ে অনুষ্টিত হবে ম্যাচটি।