টেস্টে প্রথম বারের মত অস্ট্রেলিয়াকে হারিয়েছে গত মাসে বাংলাদেশ দল। এমনকি সিরিজ জয়ের স্বপ্ন জাগিয়েছিল সাকিব-মুশফিকরা।

কিন্তু চট্টগ্রাম টেস্টে হেরে ১-১ ব্যবধানে সিরিজের সমাপ্ত করতে হয়ে মুশফিক বাহিনীকে। সিরিজ সমতায় শেষ করলেও অস্ট্রেলিয়ার মত বড় দলকে হারিয়ে ক্রিকেট বিশ্বে টাইগাররা আবারও প্রমান করেছে যে তারা হারিয়ে যায়নি, এখন অনেক উন্নত দল।

অস্ট্রেলিয়ার সাথে সিরিজের প্রথম টেস্টে জয়ের পেছনে অন্যতম কারিগর ছিলেন বাংলাদেশ দলের সবচেয়ে নির্ভরযোগ্য দুই খেলোয়াড় তামিম ইকবাল এবং সাকিব আল হাসান।

ঢাকা টেস্টে ১০ রানে তিন উইকেট হারানোর পর সাকিব এবং তামিমের জুটিতেই ভর করে ম্যাচে ফেরে টাইগাররা। তামিমের ৭১ এবং সাকিবের ৮৪ রানের ইনিংসের উপর দাড়িয়ে অজিদের বিপক্ষে ২৬০ রানের পুঁজি দাড় করায় মুশফিকের দল।

প্রথম ইনিংসে বাংলাদেশ ২৬০ রানে অলআউট হওয়ার পর বল হাতে অজিদেরকে প্রথম ইনিংসে মাত্র ২১৭ রানেই আটকিয়ে দেয় । এর পেছনে অন্যতম নায়ক ছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

অজিদের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও তার শিকার আরও পাঁচ উইকেট।

মোট ১০ উইকেট নিয়ে সাকিব হয়েছিলেন ম্যাচ সেরা। আর প্রথম ইনিংসে ৭১ রান করা তামিম দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ৭৮ রানের ইনিংস।

আর তামিম-সাকিব যে অস্ট্রেলিয়ার সাথে ভালো করবেন এই ভবিষ্যৎবাণী নাকি আগেই করেছিলেন টাইগারদের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা। সোমবার সংবাদিকদের সাথে আলাপকালে এমনটাই জানিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল।

তামিম জানিয়েছেন, আমি যে অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি পাবোনা সেটা মাশরাফি ভাই আগেই বলেছিলেন। আর সাকিব পাঁচ উইকেট পাবে সেটাও তিনি বলে দিয়েছিলেন।

দক্ষিণ আফ্রিকায় দলের সাথে যোগ দেয়ার আগে তাকে প্রশ্ন করা হয়েছিলো পীরবাবার (মাশরাফি) সাথে কথা হয়েছে? এর উত্তরে তামিম জানান,’মাশরাফি ভাই? হা-হা-হা! নাহ্, উনি এখন উল্টাপাল্টা কথা বলেন।

অস্ট্রেলিয়া সিরিজে বললেন, তুই ফিফটি পাবি, কিন্তু সেঞ্চুরি হবে না। তা-ই হলো। আবার সাকিব ৫ উইকেট পাবে বলেছিলেন। তাই এবার আর উনার সঙ্গে কথা বলব না (হাসি)!

তামিম আরও মনে করেন মাশরাফি অনেক অভিজ্ঞ একজন ক্রিকেটার। বাঁহাতি এই ওপেনারের ধারণা ওয়ানডে দলপতি খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ, ফোকাস আর ফর্ম দেখেই বলে দিতে পারেন কে কেমন খেলবেন। তামিম আরও জানান,

‘মাশরাফি ভাই অনেক অভিজ্ঞ মানুষ। আমার ধারণা আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, ফোকাস আর ফর্ম দেখে বলে দেন, লেগেও যায়। আমার বেলাতে বেশি হয়। ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করব, এটাও বলেছিলেন।

আসলে কেউ ভালো কোনো সম্ভাবনার কথা বললে ভালো লাগে। তার মানে এই না যে ব্যাটিংয়ে গিয়ে মনে মনে মাশরাফি ভাইয়ের কথা ভাবি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি হতো। কিন্তু এমন দুটি বল পেলাম যে…।’