আরব আমিরাতে শুরু হওয়া এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ। এই বড় জয় পাওয়া ম্যাচে ইনজুরিতে পড়েছেন তামিম ইকবাল। আর এতে এশিয়া কাপ থেকে ছিটকে পরার সম্ভাবনা রয়েছে তামিমের। তবে ম্যাচ শেষ আশার কথা শুনিয়েছে মাশরাফি বিন মর্তুজা।

মাশরাফির বিশ্বাস, তামিমের এশিয়া কাপ এখনো শেষ হয়ে যায়নি। গণমাধ্যমের সামনে তিনি জানান, ‘তামিমের আরেকবার স্ক্যান করাতে হবে। আমরা এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছি না। যদি আমরা তামিমকে না পাই তাহলে সেটা অবশ্যই বড় ধাক্কা হবে।

তিনি আরো বলেন, ‘তবে আমাদের কয়েকজন প্লেয়ার আছে স্কোয়াডে। দেখা যাক কি হয়। সে এখনো টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েনি। আমাদের আরও দুই দিন অপেক্ষা করতে হবে, আরেকবার স্ক্যান করাতে হবে তামিমের হাতে। ছোট চিড় আছে, এটা নিশ্চিত। এখন আমাদের দেখতে হবে ইনজুরিটি কতটা খারাপ।’

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাম হাতে আঘাত পেয়ে ইনজুরিতে পড়েন তামিম। এরপর এক্সরে করানোর জন্য তামিমকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে জানা যায়, তামিমের কব্জিতে চিড় ধরা পড়েছে, সম্পূর্ণ ফিটনেস ফিরে পেরে ছয় সপ্তাহর মত সময় লাগবে।

তবে সবাইকে অবাক করে দলের প্রয়োজনে এক হাতে ব্যাট করতে নামেন তামিম। আর মুশফিকের সাথে করেন ৩২ রানের জুটিও। আর বাংলাদেশ জয় পায় ১৩৭ রানের বিশাল ব্যবধানে।