
এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বিশাল ব্যাবধানে জয় পায় বাংলাদেশ। এদিন ম্যাচের দ্বিতিয় ওভারের প্রথম বলে হাতে আঘাত পেয়ে মাঠা ছাড়ে তামিম।
শুধু মাঠই নয়, যেতে হয় হাসপাতালে পর্যন্ত। হাসপাতালে হাতের এক্সে করে জানা যায় হাতের কজ্বিত্ব চির ধরা পরেছে। তাই মাঠে নামা আর সম্ভব না। টিম ম্যানেজমেন্ট থেকে তাই জানানো। তামিম আর মাঠে নামছে না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মাঠে নামে তামিম।
কিন্তু কার কথাই মাঠে নামলো তামিম? সে আর কেউ নয় সে হলো অধিনায়ক মাশরাফি। যখন মুস্তাফিজ মাঠে ছিলো তখন মাশরাফি বলে ছিলো মুশফিক মাঠে থাকলে তামিম যেন মাঠে নামে। তামিমও তাই চাইছিলো।
যখন মুস্তাফিজ রান আউট এর ফাঁদে পরে তখন সবাইকে অবাক করে দিয়ে মাঠে নামে তামিম ইকবাল। মুশফিককে সঙ্গদিয়ে ৩২ রানের এক জুটি গড়েন। আর এতেই গেথে ফেলেন এক বিরত্ব গাঁথা।
