লম্বা সময়য়ের জন্য মাঠের বাহিরে চলে গেলো তামিম। প্রায় দুই থেকে তিন মাস মাঠের বাহিরে থাকতে হবে তামিম ইকবালকে। শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচের দিন তামিমের কজ্বির হারে চিড় ধরে।

এর আগে দেশের মাটিতেই অনুশীলন করার সময় আঙ্গুলের হারে চির ধরে তামিম ইকবালের। এই চোট নিয়েই এশিয়া কাপ খেলতে আরব আমিরাত গিয়েছিল তামিম। প্রথম ম্যাচে যুক্ত হয়েছে কবজির চোট। স্লিং বেঁধে দুবাইয়ে সময় কাটাচ্ছেন তামিম।

এই চোটে এশিয়া কাপে তামিমের খেলার কোনো সম্ভাবনা নেই। তবে এখনই দেশে আসবে কিনা কিনা তা নিশ্চিত করে বলা যায় না। দলের সঙ্গেও থাকতে পারেন সিনিয়র এ ক্রিকেটার।

এমনকি তাঁর বদলি হিসেবে দেশ থেকে কাউকে নেওয়ার কথা এখনও ভাবছে না বোর্ড। দলের সঙ্গে রয়েছেন মুমিনুল হক ও নাজমুল ইসলাম শান্ত। তামিমের জায়গায় আফগানিস্তানের ম্যাচে দেখা যেতে পারে মুমিনুল হককে।