বুকে অনেক স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে গিয়েছিলেন তিনি। কিন্তু দুরভাগ্য ইন্জুরির কারনে স্বপ্ন টা আর পূরন হলো না। তবে কোটি ভক্তের মন জয় করে নিয়েছেন ঠিকেই তিনি, কোটি ভক্তের মন জয় নিয়ে অাজ দেশে ফিরছেন তামিম।

এশিয়া কাপে চ্যাম্পিয়ান্স হতেই আরব আমিরাত গিয়েছিলো তামিম। কিন্তু এশিয়া কাপের প্রথম ম্যাচে লাকমলের প্রথম বলে ইঞ্জুরিতে পরে তামিম। লাকমলের করা বলটি এসে তামিমের কজ্বিতে এসে লাগে। এর পর আর মাঠে থাকতে পারেনি তামিম।  মাঠ থেকে বের হয়ে যেতে হয় হাসপাতালে।

হাসপাতাল থেকে এসে দলের প্রয়জনে আবারও মাঠে নামে তামিম। মাঠে নেমে তামিমকে সঙ্গ দিয়ে গড়েন ৩২ রানের জুটি।

এই ইঞ্জুরিতে এশিয়া কাপ শেষ তামিমের। তাই আজ দেশে ফিরছে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।