
বাংলাদেশ ক্রিকেট দলের অন্যন তম ভরষার নাম ওপেনার তামিম ইকবাল। তামিম দলের জন্য কতটা গুরুতপূর্ণ তা বুঝা গেছে এশিয়া কাপে। তামিম দলে না থাকায় একটি ম্যাচেও ওপেনিং জুটিয়ে কোন রান নেই।
একনজরে দেখেনিন তামিম ইকবালের ক্রিকেট ক্যারিয়ার।
ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারঃ
তামিম এখন পর্যন্ত একদিনের ১৮৩টি ম্যাচে ১৮১ ইনিংস খেলে ৩৬.২৫ গড়ে তার ব্যাট থেকে রান এসেছে ৬৩০৭ রান। তার ভিতর শতক রয়েছে ১১টি। অর্ধশতক রয়েছে ৪২ টি। সর্বোচ্চ ১৫৪ রান। চার ৬৯১ টি ছয় ৮১টি।
টেস্ট ক্রিকেট ক্যারিয়ারঃ
তামিম ইকবাল এখন পর্যন্ত ৫৬ ম্যাচে ১০৮ ইনিংসে ৩৭.৮৪ গড়ে তার ব্যাট থেকে আসে ৪০৪৯ রান। তার ভিতর শতক ৮টি অর্ধশতক ২৫টি। সর্বোচ্চ ২০৬ রান। চার ৪৯৫টি ছয় ৩৩টি।
টি২০ ক্রিকেট ক্যারিয়ারঃ
তামিম ইকবাল এখন পর্যন্ত ৭২টি টি২০ ম্যাচে ৭২ ইনিংস খেলে ২৩.৬৬ গড়ে ১৫৮৫ রান সংগ্রহ করে। তার ভিতর শতক ১টি ও অর্ধশতক ৬টি। সর্বোচ্চ ১০৩। চার ১৪৭টি ও ছয় ৪০টি।
তিন ফরমেটে মিলিয়ে তামিমের ব্যাট থেকে আসে ১১৯৪১ রান। আর মাত্র ৫৯ রান করতে পারলেই ১২০০০ রান পূর্ণহবে তামিমের।
