
বাংলাদেশের অপেনার তামিম ইকবাল দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষের প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে ওপেনিং এ ব্যাট করতে নেমেছিলেন। কিন্তু দুঃসংবাদ হল তাদের ১১ রান যোগ হওয়া মাত্রই মাঠ ছাড়তে হয় তাকে ।

তামিমের মাংসপেশিতে টানা লাগার কারণে “রিটায়ার্ড হার্ট” হয়ে তাকে মাঠ ছাড়তে হয়। তবে সুসংবাদ হল তামিমের এই চোট তেমন গুরুতর নয়। তবে আজ শুক্রবার স্ক্যান করার পর জানা যাবে আসলে ইনজুরি কতটা ।
দক্ষিণ আফ্রিকার স্পোর্টস টোয়েন্টিফোরের সংবাদ মাধ্যমে বাংলাদেশ ম্যানেজার মিনহাজুল আবেদিন নান্নু বলেন, তামিম ডান পায়ের থাইয়ে টান পেয়েছেন। এবং এজন্যই সে মাঠ থেকে বের হয়ে আসে। তবে কাল ( শুক্রবার) স্ক্যান করার পর আসল খবরটা জানা যাবে।
ম্যাচের প্রথম ইনিংসে তামিম মাত্র ১৩ বলে ৫ রান করার পর “রিটায়ার্ড হার্ট” হয়ে মাঠের বাইরে চলে আসেন। কিন্তু তামিম দ্রুত ফিরলেও মমিনুল-মুশফিক ও সাব্বিরের ফিফটিতে ৩০৬ রান করে ইনিংস ডিক্লিয়ার করে বাংলাদেশ।
