আগামীকাল সিরিজের শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে অনুশীলনে ঘাম ঝড়িয়েছেন ক্রিকেটাররা।
হোয়াইটওয়াশ এড়ানোর পাশাশাশি ভালো ক্রিকেট খেলাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছে টাইগার ওপেনার তামিম ইকবাল।

তামিম বলেন, ‘প্রথম ওয়ানডেতে পিচ ব্যাটিং উপেযোগী ছিল। ব্যাটসম্যানরা পারেনি রান করতে। দ্বিতীয় ওয়ানডেতেও একই ভুল, তবে বৃষ্টি আর আবহাওয়ার কারণে সুবিধা পেয়েছে তারা। আমরা প্রথম ১০ ওভারে ওদের বেশি উইকেট দিয়েছি।

সেটা আর করা যাবে না। তবে এমন নয় যে আমরা নিউজিল্যান্ডকে হারাইনি। এই টিমকেই কিন্তু ইংল্যান্ডে বলেন আর আয়ারল্যান্ডে বলেন, হারিয়েছে। আমাদের প্রথম লক্ষ্যই এখন ভাল ক্রিকেট খেলা যেটা গত দুই ম্যাচে হয়নি।’

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর এপস ডাউনলোড করতে এখানে ক্লিক করুন