লঙ্কানদের বিপক্ষে নিদাহাস ট্রফির সুখ স্মৃতি থেকে আত্মবিশ্বাস খুঁজছে টাইগাররা। প্রথম ইনিংসের খেলা শেষ। শ্রীলঙ্কাকে ফাইটিং টার্গেট দিল বাংলাদেশ। ৪৯.৩ সব কয়টি উইকেট হারিয়ে ২৬১ রান করেছে বাংলাদেশ।

আর এই ম্যাচেই ইনজুরি নিয়েই মাঠে নামেন তামিম ইকবাল। নিজের এক হাতের ইনজুরি নিয়েও মাঠে নামেন তিনি। এক হাত দিয়েই তিনি ফেস করেন একটি বল। আর তামিমের এই ত্যাগকেই ভিন্নভাবে নিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম।

এই ব্যাপারে ক্রিকট্রিকার লিখে , তামিমের এই ত্যাগকে ভিন্নভাবে নেওয়ার কোন কারণ নেই। দেশপ্রেমের আসল উদাহারণ তামিম ইকবাল।’

এই ব্যাপারে ক্রিকইনফোর লাইভ ধারাভাষ্যে লেখা হলো, ‘অবিশ্বাস্য এক দৃশ্য। তামিম ইকবাল এগার নম্বর ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে হাঁটছেন। তাও মাত্র এক হাত দিয়ে? অসাধারণ দৃশ্য। তামিম ইকবালের পক্ষ থেকে অবিস্মরনীয় এক সাহসীকতার কাজ।’

Leave a Reply

Your email address will not be published.