অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে টাইগারা। সে জন্য ঢাকার পর্ব শেষ করে কন্ডিশনিং ক্যাম্পের জন্য চলে আসেন চট্টগ্রামে। আর সেখানেই কন্ডিশনিং ক্যাম্পের খেলোয়াড়রা দুই দলে বিভক্ত হয়ে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ।

মঙ্গলবার এ ব্যাপারটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে জানিয়েছেন, কন্ডিশনিং ক্যাম্পের ২২ জন খেলোয়াড় দুই দলে বিভক্ত হয়ে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলবে। আর সেই ম্যাচে দুই দলের অধিনায়ক থাকবেন টাইগার ওপেনার তামিম ইকবাল ও টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম। তিনদিনের প্রস্তুতি ম্যাচ শুরু হবে বুধবার সকাল সাড়ে নয়টায়।

চলুন দেখে নিই কে কোন দলে:

তামিমের দলে থাকবেন যারা: 

১) তামিম ইকবাল (অধিনায়ক)

২) লিটন দাস (উইকেট কিপার)

৩) মুমিনুল হক

৪) সাব্বির রহমান

৫) নাসির হোসেন

৬) তানভির হায়দার

৭) সানজামুল ইসলাম

৮) তাসকিন আহমেদ

৯) কামরুল হাসান রাব্বি

১০) শরিফুল ইসলাম

১১) মোস্তাফিজুর রহমান

১২) সাকলাইন সজীব।

মুশফিকের দলে থাকবেন যারা:

১) মুশফিকুর রহীম (অধিনায়ক/উইকেট কিপার)

২) সৌম্য সরকার

৩) ইমরুল কায়েস

৪) নাজমুল হোসেন শান্ত

৫) মাহমুদউল্লাহ রিয়াদ

৬) নুরুল হাসান সোহান

৭) তাইজুল ইসলাম

৮) রুবেল হোসেন

৯) আল আমিন হোসেন

১০) শুভাশিস রায়

১১) নাঈম হাসান।