তামিমের দেশে ফেরা নিয়ে কথা বলেছেন নাজমুল হাসান পাপন। তখন তিনি বলেন,  ‘এটা আসলে খুবই স্পর্শকাতর একটা বিষয়। যদি তেমনটি যদি সত্যি সত্যিই ঘটে থাকে তাহলে থানায় জিডি করার পাশাপাশি লিখিত অভিযোগ দিতে হবে।

তবে আমি মনে করি যা ঘটেছে সেটা মারাত্মক কিছু নয়। সে কারণে তামিম হয়তো মনে করেছে এটা থানায় জানানোর দরকার নেই। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তামিম আমাদের সেরা পারফরমার। সেরা ব্যাটসম্যান।

এটা কেউ অস্বীকার করতে পারবে না। দেশের জন্য তার অবদান অনেক। সে খুবই ভদ্র একজন মানুষ। এক কথার মানুষ। সে যেহেতু বিষয়টিকে তার ব্যক্তিগত বলে বলতে চাইছে না সেখানে কী ঘটেছে।

তাই আমি মনে করি বিষয়টি নিয়ে আর ঘাটাঘাটি না করা উচিত। তামিম বিষয়টিকে এখানেই শেষ করে দিতে চাইছে। বিষয়টিকে আর বড় করতে চাচ্ছে না। বারবার সে একই কথা বলেছে।’

তিনি আরো বলেন,  ‘আমি মনে করি আমাদের উচিত তামিমের সিদ্ধান্তের প্রতি সম্মান জানানো। বিষয়টিকে এখানেই শেষ করে দেওয়া উচিত। তবে তামিম যদি বিষয়টি নিয়ে আমাদের কাছে এখনো অভিযোগ করে, আমরা নিঃসন্দেহে বিষয়টি গুরুত্বসহকারে দেখব।

যখন কোনো খেলোয়াড় কোথাও খেলতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়, তখন সে দেশকে বিষয়টি কঠোরভাবে সামাল দিতে হয়। পুরো ক্রিকেট বিশ্ব এমন ঘটনাকে গুরুত্বসহকারে দেখে।

আমি সকল খেলোয়াড়কে বলতে চাই যদি তাদের সঙ্গে এমন কিছু ঘটে তাহলে কোনো দেরি না করেই তাদের উচিত হবে বিষয়টি আমাদের জানানো। যাতে করে যথাসময়ে আমরা যথাযথ পদক্ষেপ নিতে পারি। যাতে ভবিষ্যতে এই ধরণের কোনো ঘটনা না ঘটে।’