
এটা ছিল ১৯৮৯ সাল যখন লিটল মাস্টার কিছুদিন আগেই অভিষেক টেস্ট খেলেছেন পাকিস্তানের বিপক্ষে মাত্র ১৭ বছর বয়সে। ওই বয়সে তাকে মোকাবেলা করতে হয়েছিল পাকিস্তানের সব বাঘাবাঘা বোলারদের।
তো এক টেস্ট ম্যাচে শচিন যখন ব্যাট করতে নামলেন, গ্যালারিতে পাকিস্তানের সমর্থকদের হাতে দেখা গেল বিভিন্ন প্লাকার্ড, একটিতে লেখা-দুধ খাওয়া বাচ্চাঘরে গিয়ে দুধ খাও..।
শচিন সেদিন দুর্দান্ত খেলছিলেন, মুশতাক আহমেদের এক ওভারে দুইটি ছক্কা মারল, এরপর বোলিংয়ে আসলেন তখনকার সেরা স্পিনার আব্দুল কাদির। কাদির তো টেন্ডুলকারকে চ্যালাঞ্জ জানিয়ে বললেন, পিচ্চি তুমি বাচ্চা বোলারকে (মুশতাক আহমদ) কেন মারছ? পারলে আমার বলে মারো! টেন্ডুলকার নিশ্চুপ থাকলেন, কিন্তু ফলাফল দেখা গেল ওভার শেষে ৬,০,৪,৬,৬,৬, চার ছক্কাসহ কাদিরের ওই ওভারে ২৮ রান!
