
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গতিশীল বোলার তাসকিন অাহমেদ। অভিষেকের পর থেকেই তিনি একজন সফল পেস বোলার। বাংলাদেশের এই গতি দানব গতবারের মত এবারও বিপিএলে খেলবেন চিটাগাং ভাইকিংসের হয়ে।
তাসকিন তার বিপিএলে ক্যারিয়ারে গত পাচ বছর ধরেই চিটাগাংয়ে হয়ে খেলে অাসছেন। গত অাসরে ১১ ম্যাচে ১৫ উইকেট নেওয়া এই বোলারকে তাই এবারও ধরে রেখেছে তারা।আইপিএলের নিয়ম অনুযায়ী আগের বছরের চারজনকে ধরে রাখতে পারবে প্রতিটি ফ্রাঞ্চাইজি।
সে হিসেবে তাসকিন সহ উইকেট কিপার ব্যাটসম্যান অনামুল হক বিজয় এবং সাকলাইন সজিবকে নিশ্চিত করেছে চিটাগাং ভাইকিংস। আর আইকন প্লেয়ার হিসেবে আছেন সৌম্য সরকার।
