কয়েকদিনের স্ত্রীকে নিয়ে গুজব রটান কিছু গনমাধ্যম। তিনি নাকি তার স্ত্রীকে মারধোর করেন। তবে এর কিছু দিনের মাথায়ই এবার সিনেমার নায়ক বানিয়ে দেন তাসকিনকে। এই ব্যাপারে রীতিমতো অবাক জাতীয় দলের পেসার তাসকিন আহাম্মেদ।

এতে স্বভাবতই বেজায় রাগ প্রকাশ করেছেন তাসকিন। সেই সাথে অনুরোধ জানিয়েছেন তার সঙ্গে কথা না বলে যেন তার ব্যাপারে কোন সংবাদ প্রচার না করে।

এনিয়ে তাসকিন বলেন, “আমি জানিনা কেন বারবার আমাকে নিয়ে ভুল তথ্যে গুজব ছড়ানো হয়। আমার সঙ্গে কথা না বলে আশা করছি কেউ কোনো সংবাদ লিখবেন না। এটা আমার অনুরোধ রইলো”