
১৯৯৫ সালের আজকের এই দিনে ঢাকার মোহাম্মদ পুরে জন্মগ্রহণ করেন টাইগার স্পিডস্টার খ্যাত এই পেসার। আজ তাঁর ২২তম জন্মদিন।
আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার আগেই তরুণদের মধ্যে তুমুল সাড়া ফেলে দেন তাসকিন। ২০১২ সালে অনূর্ধ্ব-১৯ দললে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফর্মেন্সের ভিডিও ইউটিউবে ভাইরাল হয়ে যায়। রাতারাতি এই তরুণের ব্যাপারে উৎসুক হয়ে ওঠেন ক্রীড়ামোদীরা।
২০১৪ সালে দেশের মাটিতে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে ৮ ওভার বোলিং করে মাত্র ২৮ রানে ৫ উইকেট শিকার করেন তাসকিন। একই বছর টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার আন্তর্জাতিক অভিষেক হয়।
আজ এই তারকার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছে আইসিসিও। আইসিসি তাদের নিজস্ব অফিসিয়াল ফেসবুক পেজে তাসকিনের একটি ছবি দিয়ে লিখেছে ভারতের বিপক্ষে ২৮ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে প্রথম বাংলাদেশী বোলার হিসেবে ওয়ানডে অভিষেকে ৫ উইকেট নেয়ার গৌরব অর্জন করেন।
‘শুভ জন্মদিন তাসকিন আহমেদ’।
