
চোট পিছু ছাড়ছে না বাংলাদেশ পেসার তাসকিন আহমেদের। পিঠের চোটের মাঝে অনুশীলনে হাত ফেটে গেল, লাগলো সাত সেলাই। ‘এ’ দলের হয়ে আয়ারল্যান্ড সফর গেলেন, হাতের ক্ষত শুকালো, তবে পিঠের ব্যথাটা ফিরে এলো আবার।
ফিটনেস টেস্ট উৎরে সুযোগ পেলেন চার নম্বর আন-অফিশিয়া ওয়ানডেটা খেলার। পাঁচ ওভার বোলিং-ও করলেন।
এবার থার্ডম্যান থেকে থ্রো করতে হাতের ওই জায়গাতেই চোট পেলেন, এবার প্রয়োজন হলো দুইটি সেলাই। প্রায় পাঁচ মাস পর ম্যাচ খেলত নেমে আবার ছিটকে গেলেন তাসকিন।
