সম্প্রতি পিয়া জান্নাত এবং বাংলাদেশী ক্রিকেটার তাসকিন আহমেদ একসঙ্গে জুটি বাঁধেছেন। তারা দুজনই চুক্তিবদ্ধ হয়েছেন মোটরসাইকেল ব্রান্ড ইয়ামাহার সঙ্গে।

এর আগেও বেশ কছু বিজ্ঞাপন করতে দেখা গেছে তাসকিনকে। তবে এর আগে অ্যাপেক্স এর সঙ্গেও শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করেছেন তাসকিন।

গত মঙ্গলবার ইয়ামাহা মোটরসাইকেলের আয়োজিত একটি স্টেজ পারফর্মেন্সে তাসকিনের সঙ্গে অংশ নেন পিয়া জান্নাতুল। এই পারফরম্যান্সে পিয়া দুর্ধর্ষ লেডি বাইকার হিসেবে আবির্ভূত হন।

পিয়া জান্নাত সাধারণ র‍্যাম্প মডেলিং করে থাকলেও তার পাশাপাশি অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন। চলচ্চিত্রেও দেখা গেছে তাকে।

এদিকে, তাসকিনের অভিনয়ের কথা থাকলেও এখন দেখা পাওয়া যায়নি তাকে। তবে আশা করা যাচ্ছে শিগগিরই পর্দায় পাওয়া যাবে তাকে।