ক্রিকেট ক্যারিয়ারে প্রথম ভাবের মত দেশের বাহিয়ে লীগ খেলতে যাচ্ছে তাসকিন। এবছর থেকে শুরু হচ্ছে আফগানিস্তান প্রিমিয়ারলীগ। আর এই লীগে তামিম, মুশফিককে পর দল পেয়েছে তাসকিন আহমেদ।

দল পেয়ে তাসকিন বলে ‘ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। পারিশ্রমিকের চেয়ে আমার কাছে খেলাটা গুরুত্বপূর্ণ। এটা অনেক বড় অর্জন। এ ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগে বড় খেলোয়াড়েরা সাধারণত খেলে। আইপিএল-বিগ ব্যাশের খেলোয়াড়েরা খেলে। খেলাটা দুবাইয়ে হবে। একটা ভালো অভিজ্ঞতা হবে আশা করি।’

আরব আমিরাতে এপিএল শুরু হবে ৫ অক্টোবর। অার ফাইনাল ২১ অক্টোবর। বিসিবির অনাপত্তিপত্র পেলে এপিএল খেলতে তাসকিন রওনা দেবেন ৩ অক্টোবর। এই লিগে অবশ্য খেলার কথা তামিম ইকবাল ও মুশফিকুর রহিমেরও। দুজনই আছেন নাঙ্গরহরে। চোটে পড়ায় তামিমের খেলা নিয়ে অবশ্য অনিশ্চয়তা আছে।