
গতকাল পুত্র সন্তানের বাবা হয়েছেন তাসকিন আহমেদ। এই বিষয়টি কারো অজানা নয়। তাসকিনও এই খবরটি তার ভেরিফাই ফেসবুক পেইজে মা, ছেলের ছবি সহ খবরটি জানিয়েছে। কিন্তু ডাঃরের বেধে দেওয়া সময়ের আগে বাচ্ছা হওয়ায় অনেকে বাজে মন্তব্য করেছে। যারা বাজে মন্তব্য করেছে তাদের উদ্দেশে ব্যাখ্যা দিলেন তাসকিন।

তিনি তার পোস্টের কমেন্টে লিখেন, সবার উদ্দেশ্যে ১ টা কথা বলি, কেও মনে কিছু নিয়েন্না, আমার বিয়ে হইসে ১১ মাস. দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে এসেই বিয়ে করলাম ৩১ অক্টোবর এবং বিয়ের বয়স হলো ১১ মাস, সাউথ আফ্রিকা ছিলাম ৪৮ দিন, সব মিলিয়ে হল ১২ মাস ১৮ দিন. আমার পুত্র সন্তান হইলো ৯ মাস ২৭ দিনে.. জদি বিয়ের আগে আমার স্ত্রী প্রেগন্যান্ট হইতো তা হলে আমার বাচ্চা বিয়ের ৬ মাস এর মদ্দেই দুনিয়াতে থাকতো..যাই হোক যাদের ভুল ধারণা ছিল আমাদের প্রতি তাদের জন্যে এই মেসেজটি,, ধন্নবাদ..
