১২ জানুয়ারি ২০১৭ টেস্টে তাসকিনের অভিষেক ঘটেছে। ভারতের বিপক্ষে ভারতের মাটিতে। তবে এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজ দেশের মাটিতে টেস্টে অভিষেক ঘটতে যাচ্ছে তাসকিন আহমেদের। আর সেই জন্যেই অন্য সবার মতো রোমাঞ্চিত তাসকিন আহমেদেও।

তিনি জানালেন সুযোগ পেলে দলকে জেতানোর মতো স্পেল করতে চাই। অকপটে স্বীকারও করলেনতিনি, তার স্বপ্নের উইকেটের মধ্য আছে ওয়ার্নার এবং স্মিথ।

প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দলে মোস্তাফিজ-শফিউলদের সঙ্গী তাসকিন। সোমবার মিরপুরে অনুশীলন শেষে অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে ভাবনার কথা জানান ।

‘টেস্ট ক্রিকেটের প্রত্যেকটি উইকেটই মূল্যবান। তাদের টপঅর্ডারে যারা আছেন, সবাই খুব ভালো ফর্মে আছেন। আমার স্বপ্নের উইকেটের মধ্যে ওয়ার্নার- স্মিথ আছে । ‘

তবে তাসকিনের সবচেয়ে বড় আশা দেশের মাটিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজ হারানোর। আর সেই ক্ষমতা বাংলাদেশের আছেও বলে মনে করেন এই তরুণ পেসার।