
বাংলাদেশ সাউথ আফ্রিকার প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। অবশ্য দক্ষিণ আফ্রিকা ৩ উইকেট হারিয়ে ৪৯৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করলে কিছুটা সুযোগ পেয়েছিল বাংলাদেশ।
তবে সেটাও খুব বেশি কাজে লাগাতে পারেনি তারা। দ্বিতীয় দিনের তৃতীয় এবং শেষ সেশনে ব্যাট করে স্কোরবোর্ডে ১২৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।
ফলোঅন এড়াতে দলের এখনো প্রয়োজন ১৭০ রান। আর এখন পর্যন্ত আফ্রিকা এগিয়ে আছে ৩৬৯ রানে।
তৃতীয় দিনে স্বাভাবিকভাবেই অনেক্টা ভয়ঙ্কর হচ্ছে উইকেট। কিন্তু এই টেস্টের প্রথম ইনিংসে উইকেটশুন্য থাকা দলের পেসার তাসকিন আহমেদ জানালেন, ফলোঅন নিয়ে মোটেও ভাবছেন না টাইগাররা। দ্বিতীয় দিনের খেলা শেষে সাংবাদিক সম্মেলনে তিনি জানান,
“ফিল্ডিংয়ের পর ব্যাটিংয়ের সময় যতক্ষণ আমি ড্রেসিংরুমে ছিলাম, একবারের জন্যও শুনিনি বা আমরা ভাবিনি ফলোঅনের কথা। আমরা চিন্তা করছি, যত লম্বা খেলা যায়। যত বেশি রান করা যায়। লক্ষ্য থাকবে, লিড নেওয়ার। লিড নিতে না পারলেও কাছাকাছি যাওয়ার, যেন দ্বিতীয় ইনিংসে বোলারদের বোলিং করতে সুবিধা হয়।”
পরিস্থতি হয়তো ভিন্ন কথা বলছে। কিন্তু তাসকিন মনে করেন এই টেস্টেও জেতা সম্ভব টাইগারদের পক্ষে। অন্ততপক্ষে ড্র করার আশ্বাস দিলেন তিনি। সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে জানিয়েছেন,
“হার এড়ানো সম্ভব কী না? অবশ্যই। হারার চিন্তা তো একদমই করছি না। যদি জেতা সম্ভব না হয় তাহলে ড্র করবো ইনশাল্লাহ।”
