
নিদাহাস ট্রফির প্রথম ম্যাচেই ব্যার্থতার পর আজকের ম্যাচে টাইগার একাদশে আসতে পারে কিছু পরিবর্তন ! শুরুতেই তামিম ইকবালের সাথে মাঠে নামবেন সৌম্য সরকার যদিও সেদিন শুরুটা তেমন ভালো করতে পারেনি সৌম্য তবুও নড়বড়ে বাংলাদেশের ইনিংসে টি-টুয়েন্টি মেজাজের ব্যাটিং সুবাদে সৌম্যকে দলে থাকার সম্ভাবনাটা প্রবল ।
কিন্তু তিন নাম্বার যায়গাটা নিয়ে সংশয় থাকছেই। তবে আগের ম্যাচের মতই এই ম্যাচে দেখাযেতে পারা লিটন দাস কেই ।অপরদিকে প্রথম ম্যাচে ব্যার্থ হলেও হাল হারছেনা অধিনায়ক মাহমুদুল্লাহ ।
পেসারের দিকে আসতে পারে এক পরিবর্তন স্পিড মাস্টার তাসকিনের যায়গায় দেখা যেতে পারে আরিফুল হক কে । গেল বিপিএলে ভয়ঙ্কর অলরাউন্ডার হিসেবেই পরিচিতি লাভ করেন এই আরিফুল হক ।যদিও তাসকিন এক উইকেট পেয়েছেন তবুও তেমন সুবিধা করতে পারেননি ভারতের বিপক্ষে ।
