
দক্ষিণ আফ্রিকা সফর শেষে সকালে দেশে এসে বিকালে বিয়ে পিঁড়িতে বসেন তাসকিন। মঙ্গলবার রাতে ঢাকা মোহাম্মদপুরের লালমাটিয়ায় ঘরোয়া পরিবেশে বিয়ের কাজ সম্পন্ন হয়।
ক্রিকেটে ওয়ানডে দলনেতা মাশরাফি বিন মুর্তজাকে গুরু মানেন পেসার তাসকিন আহমেদ। বিয়ে করতে গিয়ে সেই গুরুকে বাবার আসনে বসিয়ে দিলেন তাসকিন।
তাসকিনের বিয়েতে উকিল বাবা হয়েছেন মাশরাফি।
তাসকিনের স্ত্রীর নাম সৈয়দা রাবেয়া নাঈমা। তিনি ঢাকার মোহাম্মদপুরের জৈনপুরের পীর সৈয়দ এ এন এম মাহবুবুর রহমান ও আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসার সুপার সৈয়দা শামসুন নাহার বিলকিসের তৃতীয় কন্যা। রাবেয়া নাঈমা ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সি অব বাংলাদেশের অর্থনীতি বিভাগের স্নাতক শিক্ষার্থী ছিলেন। একই ইউনিভার্সিটিতে তাসকিন আহমেদও অধ্যয়নরত।
হুট করে বিয়ের কারণ হিসেবে তাসকিন জানান, খেলায় আরও ফোকাস বাড়ানোর ও জীবনটাকে সুন্দর ভাবে গুছিয়ে নেয়ার জন্য বিয়েটা করে ফেলেছি। আর সবচেয়ে বড় কথা আল্লাহর হুমুক হয়েছে সেজন্যই হয়ে গেছে।
দেশবাসীকে বলবো আমাদের জন্য দোয়া করবেন। এবং আগের মতো যেন খেলার মাঠে ফিরে আসতে পারি সেজন্যও দোয়া করবেন।
