
শেষ ভালো যার সব ভালো হয় তার যদিও হার দিয়ে শুরু হয় কুমিল্লার ৫ম আসরের বিপিএল যাত্রা কিন্তু পরের ম্যাচে ঠিকই ঘুরে দাড়িয়েয়েছে তারা তার মাঝে নিজেকে মেলে ধরতে পারছেন না বর্তমান সময়ের দেশসেরা ওপেনার তামিম ইকবাল ।
ইনজুরির কারণে ৬টি ম্যাচে তিনটি তে খেলতে পারেন নি তামিম আর বাকি ৩টি ম্যাচের রান ২ ২১ ১৮ রান টোটাল ৪১ রান পান এই দেশসেরা ওপেনার।
উল্লেখ্য : তামিম ইকবাল বাংলাদেশের একজন হার্ডহিডার ব্যাটসম্যান, যদিও এখন পর্যন্ত বিপিএলে তার পুরনো রুপে ফিরে আসতে পারেনিনি তবে আশা করছেন তিন খুব তারাতারিই ফর্মে ফিরে আসবেন।
